হোম খুলনানড়াইল নড়াইলে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নড়াইলে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ
নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামের সাংবাদিক মো. রাসের মোল্যাকে (২৭) মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। সাংবাদিক রাসেল মোল্যা  দৈনিক অভয়নগর পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি।
সাংবাদিক রাসেল বলেন, এলাকায় চলমান  বিরোধের জেরে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়। ওই বিষ প্রয়োগের ঘঠনায় আমি একটি নিউজ করি। এতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় দায়ের করা একটি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে ষষ্ঠ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানাযায়,
 গত ৬ সেপ্টেম্বর বিকেলে আগদিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি বাদী আব্দুল সত্তার বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। তবে উপস্থিত লোকজন এগিয়ে আসায় তাঁরা হত্যা করতে ব‍্যর্থ হয়  । এ ঘটনায় ছয়জনকে আসামি করে আদালতে আবেদন করা হয়।
তবে এলাকাবাসী  জানান, ৬ নম্বর আসামি রাসেল মোল্যা পেশায় একজন সাংবাদিক। ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এ বিষয়ে সাংবাদিক রাসেল মোল্যা বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করি। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘঠনায় নিউজ করায়  আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন