জসিম উদ্দিন:
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় ৫ দুষ্কৃতকারী কে আটক করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপাই স্মাট পেট্রল টিম-১ এর সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় বনের চরাপুটিয়া টহল ফাড়ি সংলগ্ন হরমল খালের আগায় কিটনাশক দিয়ে মাছ ধরার সময় ওই ৫ দুষ্কৃতকারী কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি কিটনাশকের বোতল ও ২০ কেজি চিংড়ি মাছ এবং দুইটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। আটক ব্যাক্তিরা হলেন, আসাদুল শেখ(৩৮), কবির শেখ(৪৮), জিহাদ সরদার(২৮), বাদশা(২৮) ও ইয়াসিন শেখ(২২)। আটককৃত সকলে বাগেরহাট জেলার রামপাল উপজোর বাসিন্দা।
সুন্দরবনের চরাপুটিয়স ক্যাম্পের ওসি মোস্তাকিন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বন (আইনে পি.ও.আর) বন মামলা দায়েরে শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে ফেরণ করা হয়েছে।