ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সাহিত্যচর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এতে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসার রাকিব রিফাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম ও মাজিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আমির ফয়সাল ও আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক রুম্মান সারওয়ার ও আসাদ উল্লাহ।
ক্লাবের সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘আমাকে সভাপতি নির্বাচিত করায় ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্ব শুধু আমার নয়, এটি ক্লাবের প্রতিটি সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আরবী ভাষা ও সাহিত্যের মহিমা ছড়িয়ে দিতে, ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। দায়িত্বকে আমি কেবল পদবী হিসেবে নয়, বরং আমানত হিসেবে গ্রহণ করেছি। আমরা সবাই মিলে এই ক্লাবকে জ্ঞানের আলো, সাহিত্যচর্চার সোপান এবং সৃজনশীলতার এক উজ্জ্বল কেন্দ্রবিন্দুতে পরিণত করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’
এর আগে গত ০৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিভাগের সেমিনার লাইব্রেরিতে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।