হোম খেলাধুলা ওয়ানডেতে রোহিত শর্মার পরিবর্তে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে ভারত

ওয়ানডেতে রোহিত শর্মার পরিবর্তে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে ভারত

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
শচীন ও ধোনির মতো তারকারা আগেই অবসর নিয়েছেন এবং রোহিত শর্মা ও বিরাট কোহলিও তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভবিষ্যতের জন্য দলকে প্রস্তুত করতে ওয়ানডে ফরম্যাটেও অধিনায়কত্বে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ভারতের টেস্ট দলের অধিনায়ক এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক শুভমান গিলকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক করার প্রস্তুতি চলছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গিলকে ওয়ানডে অধিনায়ক করার বিষয়ে কোনো প্রশ্ন নেই, কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি। নির্বাচক কমিটির লক্ষ্য হলো, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে গিলকে যথেষ্ট সময় দেওয়া, যাতে তিনি অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দলকে ভালোভাবে গুছিয়ে নিতে পারেন। এই সিদ্ধান্তের ফলে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে যে, আসন্ন অস্ট্রেলিয়া সফরই অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজ হতে পারে।

যদিও বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ওয়ানডে খেলা চালিয়ে যেতে এবং আরও একবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন, কিন্তু ২০২৭ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪০ বছর। শুধুমাত্র একটি ফরম্যাটে সক্রিয় থেকে তার জন্য ফর্ম এবং ফিটনেস ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকদের হাতে।

সূত্রের খবর অনুযায়ী, গিলকে ওয়ানডে অধিনায়ক করার ঘোষণা এখন কেবল সময়ের ব্যাপার। তিনি ইতিমধ্যে টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে কাজ করছেন। ধারণা করা হচ্ছে যে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবের পরিবর্তে তিনিই ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন