হোম অন্যান্যসারাদেশ ক্যাম্পাস সংস্কারের দাবিতে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন

ক্যাম্পাস সংস্কারের দাবিতে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংস্কারের জন্য দেওয়া দাবি বাস্তবায়ন ও সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্ত ও অতিদ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে সংগঠনটির নেতা-কর্মীরা।
মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক আবসার নবী হামজা, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না ওলিসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ৫৩ দিন অতিক্রান্ত হলেও প্রশাসন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তার হত্যা মামলা এখনও কোনো তদন্ত সংস্থার হাতে হস্তান্তর করা হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, ‘সাজিদের মামলাটি এখনো হেডকোয়ার্টারে ঝুলিয়ে রাখা হয়েছে। কোন শক্তি এর পেছনে কাজ করছে? কোন শক্তির কারণে মামলাটি তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তর করা হচ্ছে না? আমরা এর কারণ প্রশাসনের কাছে জানতে চাই। প্রশাসনকে বলতে চাই—আপনারা সাজিদ আব্দুল্লাহকে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে না দেখে নিজের সন্তান হিসেবে ভাবুন। আপনার সন্তান হলে নিশ্চুপ বসে থাকতে পারতেন না। আমরা চাই সাজিদের হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। তা না হলে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস অচল করতে বাধ্য হবে।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাস সংস্কারের জন্য আমরা ২৪ দফা সংবলিত ১০১টি প্রস্তাবনা প্রশাসনের কাছে জমা দিয়েছি। এর মধ্যে কিছু প্রস্তাবনার বাস্তবায়ন হয়েছে, তার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে সিংহভাগ প্রস্তাবনা এখনো বাস্তবায়িত হয়নি। এগুলো অতিসত্বর বাস্তবায়ন করতে হবে। হলগুলোতে শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসকে নিরাপদ করতে হবে। ইকসু গঠনে কমিটি করা হলেও এখনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সেশনজট নিরসন, নিরাপদ ক্যাম্পাস ও ভর্তি প্রক্রিয়ার ডিজিটালাইজেশনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। সাজিদের বিচারসহ সব দাবি বাস্তবায়নে টালবাহানা করলে প্রশাসনকে আমরা বাধ্য হয়ে বিতাড়িত করব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন