নিজস্ব প্রতিনিধি:
খুলনার জেষ্ঠ্য সাংবাদিক ওহেদ-উজ-জামান বুলুর মৃত্যু রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেক্লাবের আয়োজনে শনিবার বেলা ১১টায় শহরের নিউ মার্কেটের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মোমিনুর রহমান, সাংবাদিক আমিনুর রহমান, রিজাউল ইসলাম বাবলু, নাজমুল আলম মুন্না, এস.এম বিপ্লব হোসেনসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ন্ সাধারন সম্পাদক এম. বেলাল হোসাইন।
বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে সাংবাদিকদের নিরাপত্তা ছিল না। গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা আশা করেছিল পরিবর্তন হবে। সাংবাদিকরা নিরাপত্তা পাবে, দেশের মানুষ নিরাপত্তা পাবে। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। নদীতের সিনিয়র সাংবাদিকদের লাশ পাওয়া যাচ্ছে। এসব ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে বক্তারা বলেন, আত্মহত্যার প্রচার দিয়ে সাংবাদিক হত্যার মূল রহস্য অন্যদিকে ঘুরানো যাবে না। বক্তারা এসময় খুলনার ওয়াহিদুজ্জামান বুলুসহ দেশের বিভিন্ন স্থানে যে সমস্ত সাংবাদিদের হত্যাসহ নির্যাতন করা হয়েছে তার অধিকতর তদন্ত পূর্বক রহস্য উন্মোচন করে দোষীদের শাস্তির জোর দাবি জানান।