হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ

নড়াইলে ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 149 ভিউজ

নড়াইল অফিস :
নড়াইলের গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখানের গোয়াখোলা গ্রামে অবস্থিত গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ১০ মেধাবী ছাত্রীকে এ বাইসাইকেল দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল আহম্মেদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীদ্রনাথ মন্ডল, ইউপি সদস্য আছিয়া খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আশিষ পাল, গোয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিখারানী মল্লিক প্রমুখ।

জানা গেছে, শেখহাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি প্রকল্পের আওতায় এ বাইসাইকেল বিতরণ করা হয়। উল্লেখ্য, বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র-ছাত্রী তাদের বাড়ি থেকে বাই সাইকেলে স্কুলে যাতায়াত করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন