হোম খুলনাসাতক্ষীরা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইজীবি ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে রবিবার দুপুরে জেলা আইনজীবি সমিতির দ্বিতীয় তলায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজকোর্টে পিপি ও বিএনপি নেতা এড. আব্দুস সাত্তার।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্য সচিব এড. নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, সংগঠনটির আহবায়ক এড. আকবর আলী, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এড. আলমগীর আশরাফ, জিপি অসীম কুমার মন্ডল, এড. এবিএম সেলিম, এড. মোস্তফ জামান, এড. আবু সাইদ রাজা প্রমুখ। অনুষ্ঠানে এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্য সচিব এড. নুরুল আমিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন