হোম খুলনা পাইকগাছায় আদলতের রায় পেয়ে ২০ বছর পর সম্পত্তি পুনরুদ্ধার 

পাইকগাছায় আদলতের রায় পেয়ে ২০ বছর পর সম্পত্তি পুনরুদ্ধার 

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
আদলতের রায় ডিগ্রী পেয়ে খুলনার পাইকগাছায় বে-দখল হওয়া ২.১৭ একর সম্পত্তি ২০ বছর পর পুনরুদ্ধার হয়েছে।উপজেলার খড়িয়া ঢ্যামশাখালীর রনজিৎ কুমার সরদাররা লক্ষীখোলার মোজাম্মেল হক কাগজীদের কাছে ১৯৭০ সালে ২.১৭ একর জমি বিক্রি করেন। যার দলিল নং ৫৪৮৩/৭০।
মোজাম্মেল গংরা জমি ক্রয় করে কর খাজনা দিয়ে আসছেন। আছে রেকর্ড ও নামপত্তনসহ জমির প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র। ভোগ দখলেও ছিলেন ২০০৪ সাল পর্যন্ত। কিন্তু সীমানার সমস্যা দেখিয়ে রনজিৎ সরদার গং আদালতে ২০৪/৬৬ বাটোয়ারা মামলা করেন। পরে সোলেসুত্রে একতরফা ডিগ্রী লাভ করেন।  ঐ একতরফা ডিগ্রী দেখিয়ে বিক্রি করা জমি ২০০৫ সালে জবর দখল করে নেন রনজিৎ গংরা। পরে মোজাম্মেল হক আদালতে ২০০৫ সালে ডিগ্রি রদের মামলা করে। ২০১৫ সালে ডিগ্রি রদ রোহিত রায় পান মোজাম্মেল গংরা।  তার বিরুদ্ধে পুনরায় আপিল করেন প্রতিপক্ষ রনজিৎ।
গত ২২ জুলাই ২০২৫ দেওয়ানী ১৯ নং আপিলে আদালত নিম্ম আদালতের রায় বহাল রাখে এবং রনজিৎ গংদের ডিগ্রি ভূয়া, বাতিল বলে রায়ে উল্লেখ করেন। রায় পাওয়ার পর শনিবার মোজাম্মেল কাগজীরা উক্ত জমি পুনরুদ্ধার করে ধান রোপন করেছেন।
প্রতিপক্ষ রনজিৎ জানান, তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবারও আপিল করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন