আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা নামক স্থানে ১৩ই আগস্ট রোজ বুধবার বিকাল ৪ টায় দেবহাটা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।এই ঢাকা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত থেকে কাজের উদ্বোধন করেন কারিগরি ও মাদ্রসা শিক্ষা মন্ত্রলয়ের সচিব খ.ম কবিরুল ইসলাম।এই আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, উপ-সচিব আবুল হাসান, উপ-সচিব আকবার হোসেন,রিংকন বিশ্বাস নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা শিক্ষা অধিদপ্তর, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,দেবহাটা রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন বিভিন্ন ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।