স্পোর্টস ডেস্ক:
ভারতের ঐতিহাসিক ওভাল টেস্ট জয়ের পর নতুন বিতর্ক উসকে দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার সাব্বির আহমেদ। তার দাবি, ভারতের পেসাররা বলের উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাচ চলাকালে ভেসলিন ব্যবহার করেছেন, যার ফলে তারা অতিরিক্ত সুবিধা পেয়েছেন।
গত সোমবার ওভালে পঞ্চম টেস্টের শেষ দিনে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ৬ রানে হারিয়ে সিরিজ ২-২ সমতায় শেষ করে ভারত। ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, আর ভারতের ৪ উইকেট। এমন রোমাঞ্চকর পরিস্থিতিতে ভারতের পেসাররা সকালে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জিতে নেয়। মোহাম্মদ সিরাজ ৫ উইকেট ও প্রসিধ কৃষ্ণা ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক হন।
তবে সাব্বির আহমেদ মনে করছেন, এই অসাধারণ বোলিংয়ের পেছনে কেবল দক্ষতা নয়, বলের অবৈধ উজ্জ্বলতাও ভূমিকা রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেছেন, “আমার মনে হয় ভারত ভেসলিন ব্যবহার করেছে। ৮০ ওভার পেরিয়েও বলটি নতুনের মতো চকচক করছিল। আম্পায়ারদের উচিত বলটি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো।”
সাব্বিরের দাবি অনুযায়ী, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে বল দীর্ঘ সময় উজ্জ্বল থাকে এবং পুরোনো বলেও বাড়তি সুইং পাওয়া যায়। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৮৫.১ ওভারে ৩৬৭ রানে অলআউট হয়।
১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা সাব্বির পাকিস্তানের হয়ে খেলেছেন ১০ টেস্ট (৫১ উইকেট) ও ৩২ ওয়ানডে (৩৩ উইকেট)। ২০০৭ সালে নিষিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে পড়েন তিনি। একই বছর আইসিএলে চেন্নাই সুপারস্টার্সের হয়ে খেলে ফাইনালে হ্যাটট্রিক করে শিরোপা জেতান দলকে।ভারতের বিপক্ষে তার এই বিতর্কিত অভিযোগ সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। তবে এখনো বিসিসিআই কিংবা ম্যাচ অফিশিয়ালদের পক্ষ থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।