মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান দ্বিতীয়বারের মত যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবায় নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ আজ বুধবার তাকে এ সম্মাননা প্রদান করা হয়। যশোরের সুযোগ্য পুলিশ সুপার রওনক জাহান আনুষ্ঠানিকভাবে ওসি বাবলুর রহমান খানের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। অপরাধ দমন, মাদক নির্মূল, সামাজিক নিরাপত্তা রক্ষা এবং থানার সার্বিক সেবামূলক কর্মকান্ডে নিরলস ভূমিকার জন্য জেলার মধ্যে মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান ইতিমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। মনিরামপুরবাসী আশাবাদী, তার নেতৃত্বে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা অপরাধীরাও আইনের আওতায় আসবে এবং উপজেলায় আরও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। এ সম্মাননা অর্জনের মাধ্যমে ওসি বাবলুর রহমান খানের পেশাগত নিষ্ঠা ও দক্ষতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাওয়া গেল। মনিরামপুর উপজেলার সর্বস্তরের মানুষ তার এই অর্জনে গর্বিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহানের প্রতিও।