স্পোর্টস ডেস্ক:
১২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙার খুব কাছে গিয়েছিল ইংল্যান্ড। তবে তীরে এসে তরী ডুবিয়েছেন ইংলিশরা। ওভাল টেস্টে ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। এতে ৬ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুভমান গিলের দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করলো ভারত।
শেষ দিনে জয়ের ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। হাতে ছিল ৪ উইকেট। তবে পঞ্চম দিনের শুরুতেই ৩ উইকেট হারায় ইংলিশরা। তাই স্বাগতিকদের বাঁচাতে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট করতে নামেন ক্রিস ওকস।
জয়ের জন্য ১৭ রান প্রয়োজন থাকতেই দলীয় ৩৫৭ রানে আউট হন জেমি ওভারটন। তার বিদায়ের পর শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন ওকস। অপরপ্রান্তে গ্যাস আটকিনসন লড়াই চালিয়ে যান। তবে জয় থেকে ৭ রান দূরে থাকতেই ২৯ বলে ১৭ রান করে আউট হন অ্যাটকিনসন।
ওভাল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২২৪ রান করেছিল ভারত। জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩৯৬ রান করে ভারত। এতে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রানের।
এই ম্যাচ জিততে ১২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙতে হতো ইংল্যান্ডকে। ওভালে ইংল্যান্ড ২৬৩ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল ১৯০২ সালে। ৩৭৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে জো রুট ও হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে জয়ের পথেই ছিল ইংল্যান্ড।
রুট ১০৫ ও ব্রুক করেন ১১১ রান। শেষ দিনে জয়ের জন্য সহজ সমীকরণ ছিল ইংল্যান্ডের সামনে। ৪ উইকেটে ৩৫ রান করতে হতো। তবে সেই সহজ সমীকরণ ইংলিশদের মেলেতে দেননি দুই ভারতীয় পেসার মোহাম্মদ সিরিজ ও প্রসিধ কৃষ্ণা। সিরাজ ৫টি ও কৃষ্ণা নেন ৪টি উইকেট।