হোম খুলনাবাগেরহাট মোংলায় আটক ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ

মোংলায় আটক ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ
মোংলা প্রতিনিধি:
মোংলায় আটক হওয়া ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ভারতীয় এ জেলেদেরকে সোমবার দুপুরে বাগেরহাট আমলী আদালত-০৬ পাঠালে আদালত তাদেরককে জেলহাজতে প্রেরণ করেন। শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এফ,বি পারমিতা নামক ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদেরকে আটক করা হয়।
এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করে নৌবাহিনী।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, রবিবার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে। এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে ভারতীয় এ জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। সামুদ্রিক মৎস্য আহরণ আইন ২০২০ এর ২৫/১ ধারায় মামলা হয়েছে। সোমবার দুপুরে ওই জেলেদেরকে বাগেরহাট আমলী আদালত-০৬এ পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন