হোম রাজনীতি “দেশে গৃহযুদ্ধের আশঙ্কা! শামীম পাটোয়ারী”

“দেশে গৃহযুদ্ধের আশঙ্কা! শামীম পাটোয়ারী”

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিউজ ডেস্ক:
বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘সরকার আইনের শাসন বাদ দিয়ে, মবের শাসন তৈরি করেছে। দেশেকে দুই ভাগে ভাগ করেছে এ সরকার। বর্তমান সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।’

এ সময় নেতা-কর্মীরা অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মব ভায়োলেন্স করে নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে।

এর আগে সমাবেশের জন্য রাজধানীসহ বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশি বাধায় পড়ে তারা। তবে এর কিছুক্ষণ পরই পরিস্থিতি শান্ত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে দলটির নেতা-কর্মী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন