আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রস্তাব পেলেও নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা এই যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় এফ-৩৫ বিক্রির আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তবে ভারত এখন প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার ওপর জোর দিচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ের মধ্যে একাধিকবার এফ-৩৫ যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ায় এই সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রে দুটি এফ-৩৫ বিধ্বস্ত হওয়ার খবর আসে। এর মধ্যে একটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়, যা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
সম্প্রতি ব্রিটিশ নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করে ভারতের কেরালায়। তিরুবনন্তপুরম বিমানবন্দরে ১৪ জুন রাতে অবতরণ করা ওই বিমানটি ‘গরমের ছুটি’ কাটাতে গিয়ে প্রায় ৩৮ দিন স্থবির অবস্থায় ছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, জ্বালানি সংকটের কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল বিমানটি। পরে তদন্তে দেখা যায়, এতে যান্ত্রিক ত্রুটিও রয়েছে। দীর্ঘ সময় ধরে সেটিকে সচল করতে না পারা এফ-৩৫ নিয়ে ভারতের ভরসা আরও কমিয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ‘রাফ রেইডার্স’ ভিএফ-১২৫-এর অন্তর্গত। ৩১ জুলাই ক্যালিফোর্নিয়ায় এই বিমানের একটি দুর্ঘটনায় পড়ে। যদিও কী কারণে এটি বিধ্বস্ত হলো, তা তদন্তাধীন।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। এই প্রেক্ষাপটেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চমূল্যের যুদ্ধবিমান কেনা নিয়ে ভারত আরও সতর্ক হয়ে উঠেছে।