হোম অন্যান্যসারাদেশ সমন্বয়ক পরিচয়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে চাঁদাবাজি, যুবক আটক

সমন্বয়ক পরিচয়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে চাঁদাবাজি, যুবক আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

নিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় সোহেল রানা (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক সোহেল রানা পৌরসভার নয়াগোলা এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে। তিনি নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ বলে পরিচয় দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা ও তার আরও তিন সহযোগী রাতের বেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে গিয়ে কলিং বেল চাপেন। তারা দাবি করেন, ওই বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে। পরে দরজা খোলার সঙ্গে সঙ্গেই তারা জোরপূর্বক বাড়ির ভেতরে ঢুকে চাঁদা দাবি করে। এ সময় তারা বাড়ির নারীদের মারধর করে গলায় থাকা দুটি সোনার চেইন ছিনিয়ে নেয়।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সোহেল রানাকে ধরে ফেলে গণপিটুনি দেয়। তবে তার সঙ্গে থাকা তিন যুবক পালিয়ে যায়। এ ঘটনায় দুই নারী আহত হন। তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী লিয়াকত আলী বলেন, ‘শুক্রবার আমার মেয়েকে দেখতে ছেলেপক্ষ আসবে। এর আগের রাতে কয়েক যুবক বাল্যবিয়ের অভিযোগ তোলে চাঁদা দাবি করে। এতে সন্দেহ হলে দরজা খুলতেই তারা জোর করে ঢুকে পড়ে এবং অশোভন আচরণ করে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন