হোম খুলনাযশোর বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ মনিরামপুরে তিন ব্যবসায়ী আটক

বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ মনিরামপুরে তিন ব্যবসায়ী আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 79 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোর জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমানে বিদেশী মদ, ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। খুলনা বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ গোয়েন্দা টিম বুধবার রাতে কেশবপুর উপজেলার সানতলা ও মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু রায়হান (৩২) এর নিজ বসতঘরে তল্লাশী করে ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে। রায়হানের দেয়া তথ্যের ভিত্তিতে সাগর গাজী (২৮) ও রাজু বৈরাগী (২৫) এর বাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তাদের বসত বাড়ি থেকে আরো ৪৬ বোতল বিদেশি মদ ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়। তবে সরজমিনে ঘটনাস্থলে গেলে বিদেশী মদ ৭৭ বোতল, ফেনসিডিল ৭০ বোতল, গাঁজা প্রায় ৬ কেজি ও ইয়াবাসহ নগদ টাকা পাওয়া গিয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। তারা আরও জানান, ঘটনার সময় খুলনা ল-১১-৮৫৩০ নম্বরের সুজুকি জিক্সার মটরসাইকেল আটক করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উদ্ধারকৃত মালামালের সঠিক তথ্য গোপন করে কৌশলে জব্দ তালিকা বানিয়ে মামলা দেয়া হয়েছে। এদিকে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, সঞ্জিত কুন্ডু নামে একজনকে পলাতক আসামি করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার পরিদর্শক (গোয়েন্দা) মোঃ রাসেল আলী বাদী হয়ে মনিরামপুর থানায় ২ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নম্বর ১৬। অপরদিকে উপপরিদর্শক (গোয়েন্দা) মোঃ জামাল হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় অপর ২ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (গোয়েন্দা) মোঃ রাসেল আলীর ০১৭২৯৪৫৩৪৬৭ নম্বরের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন