হোম অন্যান্য উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৫০, বহুজনের অবস্থা সঙ্কটাপন্ন

উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৫০, বহুজনের অবস্থা সঙ্কটাপন্ন

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ

নিউজ ডেস্ক:
উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ভেতরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুল ছুটির সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনায় আহত অন্তত ৫০ জনকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

বিকাল ৩টার দিকে দায়িত্বরত একজন আবাসিক চিকিৎসক সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, আহতদের কে কতটুকু দগ্ধ হয়েছেন, সেটা এখনও বের করা হয়নি। আমরা এখন পর্যন্ত রোগীদের প্রাথমিক চিকিৎসায় বেশি মনোনিবেশ করছি।

তিনি বলেন, এখানে ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশুরাতো আছেই, প্রাপ্ত বয়স্কও অনেকেই আছেন। এখন পর্যন্ত আমাদের এখানে কোনও মৃত্যুর খবর নেই। তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এই দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনও সংখ্যা জানা যায়নি।

সোমবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে একের পর এক রোগী আসছেন। চিকিৎসকরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দিতে তোরজোড় করতে দেখা গেছে।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘এই মুহূর্তে প্রচুর রোগী আসছে, এখন কথা বলা যাবে না।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন