হোম খুলনাবাগেরহাট পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার

পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 32 ভিউজ
জসিম উদ্দিন:
মোংলা পৌর শহরের ছত্তার লেন এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮ টার সময় স্থানীয়দের  মাধ্যমে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা মো: মারুফ বিল্লার পুকুর  থেকে লাশটি উদ্ধার করে মোংলা থানার এসআই সোলাইমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান জানান, সকালে  নবজাতকের লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।  তিনি আরো বেলেন, ধারনা করা হচ্ছে কোন নারী অবৈধ গর্ভধারণ করায় ভুমিষ্ট হওয়ার পর নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন । তদন্ত হওয়া পর বিষয়টি বেরিয়ে আসবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন