নিউজ ডেস্ক:
গোপালগঞ্জে গিয়ে হামলার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সেনাবাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) করে সেখান থেকে বের হন। পরে তারা সাঁজোয়া যানে করে গোপালগঞ্জ ছাড়েন।
এ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর দিক-নির্দেশনা অনুযায়ী গিয়েছিলাম এবং তাদের কথামতোই সেখান থেকে বের হয়েছি। জেলাটিতে আমরা কোনো যুদ্ধ-বিগ্রহ করতে যাইনি।
শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে দলটির পদযাত্রা কর্মসূচিতে এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
নাহিস ইসলাম বলেন, গোপালগঞ্জের হামলার কারণে আমাদের পদযাত্রায় ব্যাঘাত ঘটেছে। এর ফলে ওইদিন দুই জেলায় পদযাত্রা করা সম্ভব হয়নি। কিন্তু আমরা সেটিকে সামাল দিয়ে পদযাত্রা কর্মসূচি শুরু করেছি। তবে প্রশাসন আরও সক্রিয় হলে এ ঘটনা ঘটতো না।
তিনি আরও বলেন, মুজিববাদী ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে রয়ে গেছে। শুধু আইন করে দল নিষিদ্ধ করলে মুজিববাদী শক্তি নিশ্চিহ্ন হবে না। কারণ এটা একটি মতাদর্শ। এই শক্তিকে পরাস্ত করতে লড়াই চালিয়ে যেতে হবে।
পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে নাহিস ইসলাম বলেন, অনেক জায়গায় অপ্রত্যাশিত সমর্থন পেয়েছি। আবার কোথাও কম সমর্থন পেয়েছি। মাঠের বাস্তবতা খুবই আলাদা। যেমন গোপালগঞ্জে আমরা একটা ধাক্কা খেয়েছি।