হোম অন্যান্য সারা দেশে একদিনে গ্রেফতার আরও ১৭৫১

সারা দেশে একদিনে গ্রেফতার আরও ১৭৫১

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ১ হাজার ৭৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৪৪ জন এবং অন্যান্য অভিযোগে ৭০৭ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৯ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (১৮ জুলাই) ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪৪ জন আসামি এবং অন্যান্য অপরাধের অভিযোগে ৭০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় গ্রেফতারদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা। এরমধ্যে তিনটি বিদেশি রিভলভার, একটি দেশীয় একনলা বন্দুক (এলজি), একটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দেশীয় সাটারগান, একটি ম্যাগাজিন, একটি কার্তুজ, ৭৪ রাউন্ড গুলি, ১১টি হাসুয়া, তিনটি ছুরি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন