হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ১৪তম সাউথ এশিয়ান গেমস্ এর ভারোত্তোলন ক্যাম্পের উদ্বোধন

ফকিরহাটে ১৪তম সাউথ এশিয়ান গেমস্ এর ভারোত্তোলন ক্যাম্পের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

ফকিরহাট প্রতিনিধি :

২০২৬ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ১৪তম সাউথ এশিয়ান গেমস্ এর ভারোত্তোলন প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

তিনি বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, সহকারী কমিশনার (ভ‚মি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, বাগেরহাট জেলা জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ, ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় প্রশিক্ষক বিশ্বাস আনিচুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ পেয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পদক পেয়ে দেশকে সম্মানীত করেছে। আগামী ২০২৬ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ১৪তম সাউথ এশিয়ান গেমস্ এর ভারোত্তোলন প্রতিযোগিতায় খেলোয়াররা দৃষ্টান্ত স্থাপন করবেন বলে বক্তারা আশা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন