নড়াইল প্রতিনিধি:
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে বিশ^জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় পরিবার পরিকল্পনা কার্যালয় নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ–পরিচালক আলিফ নূরের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কার্যালয়ের জেলা বিশেষজ্ঞ ডাঃ প্রশান্ত কুমার মল্লিক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত প্রমুখ। জনসংখ্যা দিবসের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হাবিব।
বক্তারা, দেশের দেশের ভারসাম্য রক্ষায় জনসংখ্যা স্বাভাবিক পর্যায়ে রাখতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও মাঠকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ জানান।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা–কর্মী, গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।