হোম আন্তর্জাতিক গাজায় ৩৬০ জন চিকিৎসককে গ্রেপ্তার করেছে ইসরায়েল

গাজায় ৩৬০ জন চিকিৎসককে গ্রেপ্তার করেছে ইসরায়েল

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে ৩৬০ জন চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে এবং আটককৃতরা ‘করুণ ও মানবেতর জীবনযাপন করছে’।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আটককৃতদের মধ্যে চিকিৎসকও রয়েছেন, যা হাজার হাজার আহত ফিলিস্তিনিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে।

‘বন্দী চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে দখলদারদের আচরণকে অপরাধী করে তোলা এবং তাদের মুক্তির জন্য চাপ প্রয়োগের জন্য’ জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজাজুড়ে কমপক্ষে ১ হাজার ৪০০ স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কর্মীকে হত্যা করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন