বিনোদন ডেস্ক:
অবকাশ নয়। হলিউড নয়। চিকিৎসাও নয়। মূলত যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড রক্ষার জন্য ঢাকা ছাড়লেন শাকিব খান।
১২ জুলাই রাতে ঢাকা ছাড়েন এই নায়ক। উড়োজাহাজের ভেতরে বসা একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘অ্যাডভেঞ্চার শুরু হোক’।
ক্যাপশনে অ্যাডভেঞ্চার উল্লেখ করে শাকিব খান ‘হলিউড’-এর দিকে চোখ ফেরানোর চেষ্টা করলেও মূলত তিনি এবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন তার গ্রিনকার্ড রক্ষার জন্য। খবর বিশ্বস্ত সূত্রের। কারণ, প্রতি বছরের নির্দিষ্ট একটা সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হয় গ্রিনকার্ড রক্ষার জন্য।
সূত্র বলছে, শাকিব খান এবার মূলত ব্যক্তিগত সফরে গেছেন, তার গ্রিনকার্ড ও ইমিগ্রেশন বিষয়ে। থাকবেন প্রায় দেড় মাস। আগস্টের শেষ দিকে দেশে ফিরবেন।
এদিকে ‘এম আর নাইন’ নির্মাতা আসিফ আকবরের সিনেমায় শুটিং করার গুঞ্জন রয়েছে শাকিব খানের। জানা গেছে মাসুদ রানা সিরিজ নিয়ে সিনেমা বানাবেন আসিফ। সেই সিনেমাতেই থাকার কথা রয়েছে শাকিব খানের। এবারের যুক্তরাষ্ট্র সফরে সে বিষয়েও বৈঠক করার কথা রয়েছে শাকিব-আসিফের।
এদিকে ঢাকা ছাড়ার আগেই আগামী রোজার ঈদের জন্য একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, আর শাকিব এই ছবির জন্য সাইনিং মানি হিসেবে নিয়েছেন প্রায় তিন কোটি টাকা! আগামী অক্টোবরে শাকিব খান দেশে ফিরলে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।