নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি’র সদস্য নবায়ন ফরম বিতরনের উদ্বোধন করা হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার বেলা ১২টায় অস্থায়ী কার্যালয়ে এ সদস্য নবায়ন ফরম বিতরনের উদ্বোধন করেন, প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব এসময় বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের দলের ভবিষ্যত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুসের মধ্যে একটি ফলপ্রসু আলোচনা হয়েছে। সে অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এটা আমরা আশাবাদী। এ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তিনি এসময় দলীয় নেতাকর্মীদের জনগনের মাঝে থেকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষে কাজ করার আহবান জানান।
সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সঙ্গে টিম প্রধান আবুল হাসান হাদীর সভাপতিত্বে ও সদস্য আব্দুর রকিব মোল্লার সঞ্চালনায় এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদস্য সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রইছ উদ্দিন, সদস্য ইব্রাহিম হোসেন, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক যুগ্মসাধারণ শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।