হোম বিনোদন কাঁদতে কাঁদতে সামান্থা বললেন, ধন্যবাদ জানাতে ১৫ বছর লেগে গেল

কাঁদতে কাঁদতে সামান্থা বললেন, ধন্যবাদ জানাতে ১৫ বছর লেগে গেল

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

বিনোদন ডেস্ক:
‘তেলেগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভক্তদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেছেন সামান্থা।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদন জানায়, তেলেগু দর্শক প্রসঙ্গে কথা বলতে মঞ্চে উঠেই ভক্তদের শ্রদ্ধা ও সম্মান জানাতে প্রথমে মাথা নিচু করেন সামান্থা। এরপর অশ্রুসিক্ত চোখে বলেন, তার প্রথম সিনেমা সাদরে প্রথমবার গ্রহণ করেছিল তেলেগু ভক্তরাই। সেই থেকে ১৫ বছরের ক্যারিয়ার। দীর্ঘ এ সময়ের উত্থান-পতনে তারাই সামান্থাকে সব সময় সাপোর্ট করেছেন।

‘তেলেগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সামান্থা

এ অভিনেত্রী আরও বলেন, আপনাদের ভালোবাসাতেই আজ এখানে দাঁড়িয়ে আছি। আমি যত ভুলই করি না কেন, আপনারা কখনো আমাকে ছেড়ে যাননি। দীর্ঘ সময়ে আমি আপনাদের পাশে পেয়েছি কিন্তু আমি কখনো আপনাদের ধন্যবাদ বলার সুযোগ পাইনি।

আবেগী সামান্থা নিজেকে সামলিয়ে এরপর আফসোস করেই বলেন, তেলেগু ভক্তরা আমাকে একটি পরিচয় দিয়েছে, একটি ঠিকানা দিয়েছে। শুধু সাফল্যে ভরা ক্যারিয়ারই নয়, একটি অর্থবহ ব্যক্তিজীবন উপহার দিয়েছে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ সবাইকে। বিশ্বাস হচ্ছে না, আপনাদের কাছাকাছি হতে এ মঞ্চে আসতে আর ধন্যবাদ জানাতে ১৫ বছর লেগে গেল।বক্তব্য শেষ করেই মঞ্চে কাঁদতে শুরু করেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘শুভম’ সিনেমায় সর্বশেষ সামান্থাকে অভিনয় করতে দেখা যায়। তার অভিনীত নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন সিনেমা ‘বঙ্গরাম’র শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন