হোম অন্যান্যলিড নিউজ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যায় আটক ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে তদন্ত কমিটি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যায় আটক ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে তদন্ত কমিটি

কর্তৃক
০ মন্তব্য 402 ভিউজ

যশোর অফিস:

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যায় অভিযুক্ত ৮ বন্দি কিশোরকে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে। এই ৮ জনই কিশোর উন্নয়ন কেন্দ্রে অন্তরীণ রয়েছে হত্যা-ধর্ষণসহ গুরুতর নানা অপরাধে।

মামলার তদন্ত র্কমর্কতা যশোররে চাঁচড়া ফাঁড়রি ইনচার্জ পরর্দিশক রকিবুজ্জামান বন্দি থাকা আট কেিশারকে শ্যোন অ্যারস্টেরে জন্য রোববার আদালতে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এই ৮ বন্দিা হলনে, চুয়াডাঙ্গার আনিছ, গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটোরের হুমাইদ হোসনে ও মোহাম্মদ আলী, পাবনার ইমরান হোসনে ও মনোয়ার হোসেন, রাজশাহীর পলাশ ওরফে শিমুল ওরফে পলান এবং কুড়িগ্রামের রিফাত আহমদে।

এদিকে সমাজ কল্যাণ মন্ত্রনালয় ৩ সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করেছে তারাও যশোরে কাজ শুরু করেছেন। এই টিমের প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু লাইছ জানান, তারা ঘটনার ব্যাপারে জানতে কারাগারে আটক শিশু উন্নয়ন কেন্দ্রের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এ জন্য তারা আজ আদালতে আবেদন করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন