হোম জাতীয় যশোরে তিন কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় সমাজসেবা ও সমাজ কল্যাণ অধিদপ্তরের পৃথক দুইটি তদন্ত টীম গঠন

যশোরে তিন কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় সমাজসেবা ও সমাজ কল্যাণ অধিদপ্তরের পৃথক দুইটি তদন্ত টীম গঠন

কর্তৃক
০ মন্তব্য 132 ভিউজ

যশোর অফিস:
সমাজ সেবা অধিদপ্তর ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তিন কর্ম দিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন সমাজবো অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) সৈয়দ মোঃ নুরুল বসির ও উপ-পরিচালক (প্রতিষ্ঠান-২) এস এম মাহমুদুল্লাহ।

সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ,অতিরিক্ত পুলিশ সুপার ও সমাজ কল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক কে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়া শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।
এদিকে দুপুরে যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার আহম্মেদ তারেক শামস নিহত তিন কিশোরের ময়নাতদন্ত করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাফিজুল হকের উপস্থিাতিতে।
নিহতের ঘটনায় আজ রাতে খুলনার দৌলতপুরের নিহত পারভেজ হাসান রাব্বি (১৮) এর পিতা রোকা মিয়ার বাদি হয়ে অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন