হোম খেলাধুলা নড়াইলে মাশরাফির পরিবারের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে চলছে দোয়া ও প্রার্থনা

নড়াইলে মাশরাফির পরিবারের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে চলছে দোয়া ও প্রার্থনা

কর্তৃক
০ মন্তব্য 156 ভিউজ

নড়াইল অফিস:

করোনাক্রান্ত নড়াইল ২ আসনের সংসদ সদস্য, সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বাবা-মাসহ পরিবারের সবাই ভালো আছেন। নড়াইলে নিজেদের বাড়িতে আইসোলেসনে সকলে সুস্থ্য আছেন বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ দিকে প্রিয় নেতার পরিবারের রোগমুক্তি কামনায় এলাকার মসজিদ, মন্দির, গির্জায় চলছে প্রার্থনা।

৭দিন হলো মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা, মা হামিদা মোর্তজা, ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া ও মামী কামরুন্নাহার কুহুর দেহে করোনা সনাক্ত হয়েছে। সেই থেকে প্রশাসনের লাল পতাকা উড়িয়ে দেয়ায় সকলে নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।

আত্বীয় ও পারিবারিক চিকিৎসক ইউরো বিশেষজ্ঞ ডাঃ মাসুদ আহম্মেদ ও নড়াইল সদর হাসপাতালের আরএমও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আ ফ ম মুশিউর রহমান বাবুর সার্বিক তত্বাবধানে আছেন। আক্রন্ত সবারই শরীরিক অবস্থা ভালো রয়েছেন। মাশরাফীর ছোট ভাই মোরছালিন বিন মোর্ত্তজা বিষয়টি নিশ্চিত করে বলেন,বাবা-মাসহ আক্রন্ত সকলে ভালো আছেন।

তিনি বাবা মাসহ সকলের করোনামুক্তির জন্য সবার নিকট দোয়া চেয়েছেন- এদিকে, প্রিয় নেতার মা-বাবাসহ পরিবারের সদস্যদের আশু রোগ মুক্তি কামনা করেই বসে নেই ধর্ম, বর্ণ নির্বিশেষে করোনাক্রান্তের খবরে ব্যাথিত এলাকাবাসী। তাদের উদ্যোগে মসজিদ, মাদ্রাসায় চলছে দোয়া অনুষ্ঠিত হচ্ছে । মন্দির, গির্যায় চলছে উপাসনা।

করোনার লক্ষণ দেখা দেয়ায় গত বৃহস্পতিবার (৬ আগষ্ট) মোর্ত্তজা পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ করে পিসিআর টেষ্টএ পাঠায় নড়াইল স্বাস্থ্য বিভাগ। পর দিন ফলাফলে তাদের দেহে করোনার উপস্থিতি সম্পর্কে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন