হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে নতুন পাঁচজনসহ সর্বমোট ১২৬ জন করোনা শনাক্ত

মণিরামপুরে নতুন পাঁচজনসহ সর্বমোট ১২৬ জন করোনা শনাক্ত

কর্তৃক
০ মন্তব্য 152 ভিউজ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে নতুন পাঁচজনসহ সর্বমোট ১২৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৮৫ জন। নতুন আক্রান্তরা হলেন, উপজেলার বাটবিলা গ্রামের প্রদীপ চক্রবর্তী (৫৫), শ্রীপুর গ্রামের আসাদুল্লাহ (৪০), হাজরাকাটি গ্রামের রফিকুল ইসলাম (৪০) এনজিও কর্মী আজম হোসেন (৪৫) ও কেশবপুরের বাসিন্দা শিমুল পাল (৩২)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে,গত ৯ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। তাদের মধ্যে আজ মঙ্গলবার পাঁচজনের নমুনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট এসেছে।

নতুন আক্রান্তদের নিজ নিজ বাসাবাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ শুভ্রারানী দেবনাথ নিশ্চিত করেছেন

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন