মিলন হোসেন বেনাপোল :
যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত থেকে ছয় বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আবুল হোসেন (৪২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।সোমবার দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার ১নং ঘিবা গ্রামের দীন মোহাম্মদ পুটের ছেলে।
বিজিবি জানান,গোপন তথ্য আসে আবুল হোসেন ভারত থেকে ফেনসিডিল এনে নিজ ঘরের বারান্দায় রেখেছেন।এমন সংবাদের ভিত্তিতে উপ অধিনায়কের নির্দেশে হাবিলদার আশেক আলী,সিপাহী ইমরান, আইয়ুব ও সবির আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।
অভিযানে তার নিজ বাড়ির বারান্দায় মজুত রাখা ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এ সময় তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন হাবিলদার আশেক আলী রঘুনাথপুর ক্যাম্পে যোগদান করার পর থেকে অধিনায়ক ও উপ অধিনায়ক এর নির্দেশনায় সীমান্তে মাদক পাচার সহ চোরাচালান শূন্যের কোটায় নেওয়ার কাজ করে যাচ্ছে।