হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট উপজেলা চেয়ারম্যান ও ইউএনও সহ মোট ১৬৯জন শনাক্ত

ফকিরহাট উপজেলা চেয়ারম্যান ও ইউএনও সহ মোট ১৬৯জন শনাক্ত

কর্তৃক
০ মন্তব্য 103 ভিউজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের করোনা পজেটিভ হয়েছে। গত ৮আগষ্ট তার নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরীক্ষার ফলাফলে ১০আগষ্ট পজেটিভ হয়েছে। এরআগে গত ৮আগষ্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ পজেটিভ হয়েছে।

গত ৬ আগষ্ট তার নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ৮আগষ্ট পরীক্ষার ফলাফলে তার পজেটিভ হয়। এছাড়াও জেলা পরিষদের প্যানলে চেয়ারম্যান-১ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক তারও করোনা পজেটিভ হয়েছে। এপর্যন্ত ফকিরহাটে করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে মোট ১৬৯জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১০জন। মোট সুস্থ হয়েছেন এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৩১জন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। এদিকে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এর নির্দেশও পরামর্শে ১১আগষ্ট ভোরে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন