হোম অন্যান্যসারাদেশ যশোরে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু, নতুন সনাক্ত ৫০

যশোরে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু, নতুন সনাক্ত ৫০

কর্তৃক
০ মন্তব্য 104 ভিউজ

যশোর অফিস :
যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নুরুন্নাহার নামে এক নারী মারা গেছেন। মৃত নুরুন্নাহার যশোর শহরের চোরমারা দিঘিরপাড় এলাকায় বাসিন্দা। রাতে যশোর বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এই তথ্য নিশ্চিত করেছেন বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. পলাশকুমার পাল। এদিকে, যবিপ্রবির ল্যাবে যশোরে আজকে ৫০ জনের কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়েছে। এদিন যশোরের ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম জানান, পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। যশোরের সিভিল সার্জন আবু শাহিন জানান, যাদের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে তাদেরকে চিহ্ণিত করে বাড়ি লকডাউন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন