বিনোদন ডেস্ক:
অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার নায়িকা মৌসুমী। বিগত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার এই চিত্রনায়িকা। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে এতদিন পরিবারকে সময় দিচ্ছিলেন। লম্বা সময় দেশের বাইরে থাকায় অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে সম্প্রতি তার স্বামী ওমর সানী গণমাধ্যমকে জানান, অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন মৌসুমী। সে রকম পরিকল্পনাও নাকি করেছেন তিনি।
তবে সেই কথা এবার মিথ্যা প্রমাণিত হলো। যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলের জন্য ‘পিএস চাই সুন্দরী’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে মৌসুমীর সহশিল্পী হিসেবে রয়েছেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। রোববার (২৫ মে) একটি ভিডিও শেয়ার করে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর।
ভিডিওতে মৌসুমীকে বলতে শোনা যায়, ‘পিএস চাই সুন্দরী’ নামে আমাদের নাটকটি আসছে। কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। বসের সঙ্গে শুটিং করেতে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্যরকম গল্পের কাজ এটি।”
সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিফিল্মটির শুটিং। ত্রিভুজ প্রেমের এই গল্পে মৌসুমী প্রথমবার ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন। টেলিফিল্মটি ঈদের দিন প্রচারিত হবে এটিভি (ইউএসএ) এবং বাংলাদেশের একটি চ্যানেলে।
মৌসুমী বলেন, ‘ময়মনসিংহের ভাষায় কমেডি প্যাটার্নে অভিনয় করে আমি এবার যে মজা পেয়েছি, তা শত শত সিনেমা করেও এত মজা পাইনি। এর পুরো কৃতিত্ব হাসান জাহাঙ্গীরের। তিনি অনেক কষ্ট করে আমাকে ভাষাটা রপ্ত করিয়েছেন, সময় দিয়েছেন, ধৈর্য নিয়ে শিখিয়েছেন। সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়েছে।’
প্রসঙ্গত, মৌসুমীর মুক্তিপ্রাপ্ত সিনেমা সর্বশেষ সিনেমা ‘সোনার চর’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধাসহ আরও অনেকে।