মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে ভুমি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫মে) বিকাল ৪ টায় উপজেলা ভুমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভুমি অফিস থেকে বেরিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থলে এসে শেষ হয়। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুর রহমান, পিডিবি কর্মকর্তা গাউছুল হক, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ কবির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, গ্রামপুলিশ প্রমুখ।