হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

আশাশুনিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 105 ভিউজ

 আশাশুনি প্রতিনিধি :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে “বঙ্গমাতার ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক সরমীন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেসমিন নাহার ও গীতা পাঠ করেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দীপঙ্কর মন্ডল। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বরাদ্দকৃত ৬টি সেলাই মেশির সেট ৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত ও অসহায় দুস্থ মহিলাদের মাঝে বিতরণ করা হয়। উল্লেখ্য, এবছর দেশের সকল উপজেলায় ৬টি করে ও গোপালগঞ্জ উপজেলায় ২০টি সেলাই মেশিন সেট বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন