হোম অন্যান্যসারাদেশ সব কিছু হারিয়ে পথে বসলেন দেবহাটার পঙ্কজ দত্ত

সব কিছু হারিয়ে পথে বসলেন দেবহাটার পঙ্কজ দত্ত

কর্তৃক
০ মন্তব্য 101 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
আগুনে পুড়ে ছারখার দেবহাটার রাজা স্টোর।রাজা স্টোরের স্বতাধিকারি পঙ্কজ দত্ত।এলাকাবাসী জানিয়েছেন আগুন রাত তিনটার দিকে লাগতে পারে।সে সময় এলাকাবাসী নানানভাবে আগুন কে নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে কল করা হলে তারা রাত চারটার দিকে এসে পৌঁছায় ঘটনাস্থলে। তাদের আগুন নিভাতে প্রায় একঘন্টা মতো সময় লেগে যায়। আগুনটি লাগার বিষয় ধারনা করা হচ্ছে ফ্রিজের কমপ্রেসার বাষ্ট হয়ে আগুনে সৃষ্টি হয় দোকানের ভিতরে ডিজেল কেরোসিন ইত্যাদি থাকায় আগুনটি সকল স্থানে ছড়িয়ে পড়ে। আগুন নিভানোর আগে দোকানে সকল ধরনের মালামাল পুড়ে ছারখার হয়ে যায়। এলাকাবাসী আরও জানান দোকানে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে আসেন এবং বিষয়টি দেখেন। তাছাড়া রিয়াজুল হাসান রাজু সহ সকল গণ্যমান্য ব্যক্তি বিষয়টি দেখেন এবং তাকে সান্ত্বনা দেন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন