হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে নির্মানাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

মোল্লাহাটে নির্মানাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ
মোল্লাহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আব্দুল হালিম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নওগাঁর সাপাহার থানার গোয়ালা গ্রামের আব্দুল ইউসুফ এর পুত্র। জানাগেছে, বুধবার (১৪ মে) উদয়পুর জামিয়া হালিমিয়া মাদ্রাসা ও এতিমখানার নির্মানাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে এ নির্মম ঘটনাটি ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত হালিম ও তার সহকর্মীরা সকালে মাদ্রাসার নির্মানাধীন ভবনের ৫ তলার উপর কাজ করছিল, হটাৎ চেঁচামেচির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন একজন নির্মাণ শ্রমিক ভবনের ছাদ থেকে পড়ে গেছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
কর্মরত শ্রমিকরা জানায়, প্রায় এক মাস যাবত তারা এ ভবনের নির্মাণ কাজ করছিলেন। অসাবধানতাবশত হালিম ছাদ থেকে পড়ে নিহত হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি, সংবাদকর্মীরা মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং পুলিশ সবকিছু জানেন, তাদের কাছ থেকে জেনে নিন বলে তারা।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে, পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন