মোস্তফা কামাল:
নড়াইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে শুরু হয়েছে বিদেশ গমনেচ্ছু কর্মীদের জন্য তিন দিনব্যাপী প্রাক-বহির্গমন (PDO) প্রশিক্ষণ কোর্স। সোমবার (১৩ মে) দুপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বিদেশগমনেচ্ছু কর্মীরা যাতে নিরাপদ, সুশৃঙ্খল ও সচেতন অভিবাসন অভিজ্ঞতা লাভ করতে পারেন, সেজন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, তারা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যান এবং দেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখেন।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে: বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপদ অভিবাসনের উপায়, ভাষা ও যোগাযোগ দক্ষতা, শ্রম আইন ও অধিকার, স্বাস্থ্যসচেতনতা, এবং রেমিট্যান্স ব্যবস্থাপনা।
তিন দিনের প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহণ কারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
এ সময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আবুল কাশেম, প্রাক- বহির্গমণ প্রশিক্ষন কর্মকর্তা মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।