মোস্তফা কামাল:
নড়াইল শহরের রূপগঞ্চ বাজারে সড়কের ফুটপাথে গঠাৎ গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর তত্ত¡াবধানে উচ্ছেদ অভিযান পরিচালনায় সেনাবাহিনী, পুলিশ,ফায়ারব্রিগেট,বিদুৎ বিভাগ ও সড়ক বিভাগের অংশগ্রহন ছিলো।
বুধবার(১৪ মে) সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী ভুমি কমিশনার দেবাশীষ অধিকারী।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে,নড়াইল–যশোর সড়কের নড়াইল শহরাংশের ৪ লেন সড়ক বাস্তবায়নে ইতিপূর্বে সড়কের জায়গায় গড়ে তোলা “বঙ্গবন্ধু হকার্স মার্কেট”অপসারন করা হয়। সড়কের কাজ শেষ না হতেই ফুটপাথ জুড়ে ৩০টির ও অধিক দোকান গড়ে ওঠে। মঙ্গলবার(১৩ মে) রাতে মার্কেট উচ্ছেদে মাইকিং করা হলেও আমলে নেয়নি হকার্স মার্কেটের দখলদারেরা। দখলদাররা প্রশাসনের সঙ্গে অনেক দেন দরবার করেও মার্কেট শেষ রক্ষা করতে পারেনি।