হোম অন্যান্য ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

অনলাইন ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জুনকে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে বিশেষ ব্যবস্থায় সাত দিনের টিকিট বিক্রি হবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে, যা চলবে ৬ জুন পর্যন্ত।’

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বেলা ২টায়।

অগ্রিম টিকিট বিক্রির তারিখ– ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট; ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট; ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট; ২৪ মে বিক্রি হবে ৩ জুনের টিকিট; ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট; ২৬ মে বিক্রি হবে ৫ জুনের টিকিট এবং ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট।

এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন