হোম খুলনাসাতক্ষীরা আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি,  আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড ও স্বাস্থ্য সেবা পেশাজীবি ফোরামের আয়োজনে শহরের পলাশপোলস্থ হাসপাতালটির সামনে হতে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে হাসপাতালের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় হাসপাতাল ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসপাতালে পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের  মেডিসিন বিশেষজ্ঞ  ডাঃ  আসাদুল্লাহ আল গালিব। এসময় আরো বক্তব্য রাখেন, হাসপাতালের  শেয়ার হোল্ডার মিয়ারাজ হোসেন, হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, প্রশাসনিক কর্মকর্তা মঞ্জরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসলাম হোসেন, মেডিকেল অফিসার ডাঃ রাফিজুর রহমান, স্বাস্থ্য সেবা পেশাজীবি ফোরামের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। এসময় নার্সিং ইনচার্জ,  মার্কেটিং ইনচার্জ, নার্সসহ সকল পর্যায়ের স্টাফরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নার্সেস দিবস উপলক্ষে সেখানে কেককাটা হয়।
এসময় বক্তারা বলেন,  স্বাস্থ্য সেবায় নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের যথাযথ সম্মান দিতে হবে। রোগীদের সেবা দিলে সওয়াবের বিষয়টি মাথায় রেখে সেবা দিলে অবশ্যই রোগীরা সঠিক সেবা পাবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন