হোম খুলনা পাইকগাছায় বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

পাইকগাছায় বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নামে আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসী সত্যজিৎকে দিয়ে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ থেকে গাজী মিজানুর রহমান মন্টুর বাড়ী পর্যন্ত হাজার হাজার নেতা-কর্মীরা ১ কিঃ মিঃ এলাকা জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে কপোতাক্ষ মার্কেট সম্মুখে চৌরাস্তার প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য ও ছাত্রদলের সাবেক উপজেলা আহবায়ক জিএম মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে। স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ইউনুছ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এসএম ইমদাদুল হক, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, সাংবাদিক আব্দুল গফুর, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, পৌর কাউন্সিলর বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, ব্যবসায়ী নেতা জিএম শুকুরুজ্জামান, ব্যবসায়ী শিবপদ মন্ডল, বিল্লাল হোসেন, রেজাউল ইসলাম, মাষ্টার জয়দেব কুমার রায়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, অনতিবিলম্বে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসলাম পারভেজ, উপজেলা  যুবদলের সদস্যসচীব ইমরান সরদারসহ ১২ জন বিএনপি নেতা কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। একই সাথে বিএনপির যে নেতারা আওয়ামীলীগের চিহ্নিত অস্ত্রধারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে গ্রুপিং এর কারণে মামলা করিয়েছেন তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান বক্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন