দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় আবদার রহমান নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া-কোমরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল চালক আবদার রহমান (৫৩) কোমরপুর গ্রামের জুম্মান গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, কোমরপুর সড়কের কুলিয়া এলাকায় বেপরোয়া গতিতে চলা ইট বোঝাই একটি ট্রলির সাথে মোটরসাইকেল চালক আবদার রহমানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত হন আবদার। স্রথানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।