হোম খুলনানড়াইল নড়াইল আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়কের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়কের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল গফফার এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এন মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল/ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন সকাল সাড়ে ১০ টায় নড়াইল সদর আধনিক হাসপাতালের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আধাঘন্টাব্যাপি মানববন্ধনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল/ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার সান্ন্যাল, সাধারন সম্পাদক এস.এম সাজ্জাদ রহমানসহ  নড়াইল জেলা সদরে অবস্থিত বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার দিবা রাত্রি রোগীদের সেবা করে আসছে। সরকারি হাসপাতালে গাইনি, মেডিসিন, শিশু বিভাগসহ কয়েকটি বিভাগ চালু আছে। এর বাইরে নাক কান গলা,কিডনি, বক্ষব্যাধি, চর্ম যৌনসহ বিভিন্ন বিভাগ চালু নেই এবং এই সংক্রান্ত বভিন্ন পরীক্ষা নিরিক্ষার সুযোগ সুবিধা নড়াইল জেলা হাসপাতালে নেই, এমতবস্থায় রোগীরা কি করবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

  

জানাগেছে, সম্প্রতি নড়াইল আধনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল গফফার বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারকে চিঠি দিয়ে জানান যে, হাসপাতাল চলাকালীন সময়ে বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারের কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবে না। রকম শক্ত অবস্থান নেওয়ায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল/ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল গফফার উপর চটেছেন। 

তার বিরুদ্ধে মানববন্ধনের বিষয় জানতে চাইলে তিনি এসব কথা বলেন। 

  

সম্পর্কিত পোস্ট

মতামত দিন