হোম আন্তর্জাতিক ভারতের হামলায় পাকিস্তানে ১৩ জন নিহত

ভারতের হামলায় পাকিস্তানে ১৩ জন নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের হামলায় গত ১২ ঘণ্টায় পাকিস্তানের আজাদ কাশ্মিরে ১৩ বেসামরিক নিহত হয়েছেন। শনিবার (১০ মে) দুপুরের দিকে এ তথ্য জানায় অঞ্চলটির বিপর্যয় কর্তৃপক্ষ। শনিবার সকালে ভারত ও পাকিস্তান দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। এতে আজাদ কাশ্মিরে ১৩ জন নিহত হওয়ার তথ্য জানা গেলো। এছাড়া একই সময় সেখানে ৫০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অপরদিকে আজাদ কাশ্মিরের তথ্যমন্ত্রী পীর মাজহার সাঈদ শাহ জানিয়েছেন, গতকাল রাতে ভারতীয় গোলাবর্ষণে এক শিশু, নারীসহ ১১ জন নিহত হয়েছেন।

এছাড়া ভারতের গোলায় ২৩৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। যারমধ্যে ২৯টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাড়িতে হামলার পাশাপাশি নিয়ন্ত্রণ রেখার কাছে দুটি ছোট হাসপাতালেও ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে বলে জানান আজাদ কাশ্মিরের মুখ্যমন্ত্রী।

তবে পাকিস্তানের গোলাবর্ষণে কতজন নিহত হয়েছেন সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানায়নি ভারত। বার্তাসংস্থা পিটিআই অবশ্য এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, জম্মুর আরএস পুরাতে পাকিস্তানিদের গোলার আঘাতে বিএসএফের ৮ সদস্য আহত হয়েছেন।

গতকাল রাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালায় ভারত। এর কিছুক্ষণ পর পাকিস্তানও পাল্টা হামলা চালানো শুরু করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমন্বিত শক্তিশালী হামলা চালিয়েছে।” তিনি জানান, ভারত যেসব সামরিক অবকাঠামো ব্যবহার করে পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে সেগুলো লক্ষ্য করেই পাকিস্তান হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তান তাদের নিরীহ মানুষের রক্তের বদলা নিয়েছে।

এদিকে পাকিস্তান তাদের সেনাদের সীমান্তের দিকে আনছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ভারত। শনিবার এক সংবাদ সম্মেলনে ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্ণেল সোফিয়া কোরেশি এমন তথ্য জানান। পাকিস্তানের সেনাদের মুভমেন্টের প্রেক্ষিতে ভারতও যথাযথ প্রস্তুতি নিয়েছে বলে মন্তব্য করেন এ সেনা কর্মকর্তা।

তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি পাকিস্তানের সেনাবাহিনী তাদের সেনাদের সম্মুখ অভিযানে (সীমান্তে) আনছে। যা নির্দেশ করছে উত্তেজনা আরও বাড়াতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা।”

সোফিয়া আরও বলেন, “ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছে। পাকিস্তানের সব ধরনের বৈরিতার জবাব সফলভাবে দেওয়া হয়েছে। উত্তেজনা হ্রাস না করার যে প্রতিশ্রুতি ভারতের সশস্ত্র বাহিনীর রয়েছে সেটি আমরা আবারও পুনর্ব্যক্ত করছি, যদি পাকিস্তান সেনাবাহিনী এমন প্রতিশ্রুতি দেয়।”

ভারতের এমন দাবির পর পাকিস্তান এখন পর্যন্ত নিশ্চিত করেনি তারা সেনাদের সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে কি না।

সূত্র: রয়টার্স, সিএনএন

সম্পর্কিত পোস্ট

মতামত দিন