হোম খেলাধুলা অনিশ্চয়তায় বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার, এশিয়া কাপ

অনিশ্চয়তায় বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার, এশিয়া কাপ

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডারে এর নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। স্থগিত হয়ে গেছে আইপিএল ও পিএসএল। যার ফলে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দ্য টাইমস অব ইন্ডিয়ার খবর, আগস্টে বাংলাদেশ সফরে হয়তো আসবে না ভারত। তার পর সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। সেখানেও তারা অংশগ্রহণ করবে না বলে জানা গেছে। প্রয়োজন পড়লে তারা মূলত আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোকে আইপিএলের বাকি অংশ শেষ করার জন্য ব্যবহার করতে চাইছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়েছে, আইপিএল আগে শেষ হলেও বাংলাদেশ সফর ও এশিয়া কাপ খেলতে চায় না তারা। আগস্টের সফর নিয়ে ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূচি প্রকাশ করেছে। সফরে তিন ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা। ভারতের আসার কথা ১৩ আগস্ট।

এদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে গেছে। শুরুতে অবশ্য তারা জানিয়েছিল বাকি ৮টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করবে। সেই লক্ষ্যে তারা মরুর বুকে খেলোয়াড়দের নিতে প্রস্তুতিও শুরু করেছিল। বাংলাদেশের দুই তারকা নাহিদ রানা ও রিশাদ হোসেন এবং সঙ্গে থাকা দুই বাংলাদেশি সাংবাদিক সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যেই পাকিস্তান ছেড়েছিলেন। কিন্তু তারা পরে সেখান থেকে চড়েছেন বাংলাদেশের বিমানে। তাতে চলতি পরিস্থিতিতে বাংলাদেশ-পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজও অনিশ্চিত অবস্থায় রয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সিরিজটি হয়তো আলোর মুখ দেখবে না! সিরিজ শুরু হওয়ার কথা ২৫ মে।

বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা ২১ মে। বিসিবি অবশ্য এখনই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাজি নয়। যেহেতু আয়োজক পাকিস্তান এবং এমন পরিস্থিতিও নজিরবিহীন। তাই সিরিজ বাতিল কিংবা পেছানোর সিদ্ধান্তটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই আসার কথা। এখন তাই সব মিলে সময়ের অপেক্ষা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন