হোম আন্তর্জাতিক পাকিস্তান ও ভারত সফরে বের হচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান ও ভারত সফরে বের হচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান ও ভারত সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

ইসমাইল বাঘাই জানিয়েছেন, দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য আব্বাস আরাঘচি সোমবার (৫ মে) উচ্চপদস্থ পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

বাঘাই আরও বলেন, ইরানের শীর্ষ কূটনীতিক আগামী সপ্তাহের শেষের দিকে ভারত সফর করবেন।

গত ২৫ এপ্রিল আরাঘচি বলেছিলেন, ইরান বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানকে পারস্পরিক সমঝোতা খুঁজে পেতে সাহায্য করতে প্রস্তুত।

২২ এপ্রিল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পহেলগামে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়। এতে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নিহত হন। হামলার পর আক্রমণকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস পত্রিকা জানিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো লস্কর-ই-তৈয়বা গোষ্ঠীর সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার জড়িত থাকার প্রমাণ খুঁজে পেয়েছে।

হামলার পর ভারত ইসলামাবাদে তাদের দূতাবাসের কর্মীদের প্রায় অর্ধেক কমিয়ে দেয়, ভারতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের সামরিক উপদেষ্টাদের অবাঞ্চিত ঘোষণা করে এবং পাকিস্তান সীমান্তে গুরুত্বপূর্ণ আত্তারি চেকপয়েন্টটি বন্ধ করে দেয়। ভারতীয় কর্তৃপক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনা এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদানের বিষয়ে ইসলামাবাদের সঙ্গে একটি চুক্তিও স্থগিত করে। এরপর পাকিস্তনাও ভারতের জন্য আকাশসীমা বন্ধসহ বেশকিছু পদক্ষেপ নেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন